চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি

সংগৃহিত ছবি।

পৌরসভা-সিটি করপোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হবে না। এসব পদে নির্বাচন করতে হলে প্রার্থীকে ন্যূনতম স্নাতক (গ্র্যাজুয়েট) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ফলে, এখন থেকে স্বল্পশিক্ষিতরা এসব পদে নির্বাচন করতে পারবেন না। স্থানীয় সরকার সংস্কার কমিশন মতামত বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে।

মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা গত বুধবার শেষ করেছে কমিশন। এখন চলছে সংকলন কার্যক্রম। এর পর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ বলেন, সারাদেশে সাধারণ মানুষের প্রধান অভিযোগ হচ্ছে, দলীয় পেশিশক্তি ও অর্থের প্রভাবে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোকদের দাপটে শিক্ষিত, সজ্জন ও গুণী ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন। আমরা এমন একটি সংস্কার প্রস্তাব করছি, যাতে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেন। তবে ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার মানদণ্ড সংবিধানে নেই, তাই এই বিষয়ে কৌশলী হতে হচ্ছে কমিশনকে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবেন। ইউপি চেয়ারম্যানকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইভাবে সিটি করপোরেশন ও পৌরসভায় মেয়র নির্বাচনেও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন হবে এবং প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

ইউপি চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব হবে সার্বক্ষণিক এবং তাদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান। পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান এবং সিটি করপোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমান। চেয়ারম্যান বা মেয়র পদে কেউ স্নাতক ডিগ্রির নিচে হতে পারবেন না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২