শ্রীলঙ্কায় পূর্নাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। এই সফর শেষে দেশে ফিরে এলেও বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। কেননা চলতি মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল।
রোববার (১৩ জুলাই) আসন্ন এই সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে সর্বনিম্ন ৩০০ টাকা খরচ করে ইস্টার্ন ও নর্দার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি সাড়ে ৩ হাজার টাকা গুনতে হবে। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, ক্লাব হাউস ৮০০ টাকা, ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ১৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড ২৫০০ টাকা করা হয়েছে।
এই সিরিজের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিটি ম্যাচের জন্য একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে।
আগামী ২০ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজটি। একই ভেন্যুতে আগামী ২২ জুলাই ও ২৪ জুলাই হবে সিরিজের বাকি দুই ম্যাচ। প্রতিদিন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে দেশের দুটি বেসরকারি চ্যানেলে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে।
আগামী ১৫ জুলাই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রির কার্যক্রম। অনলাইনে বিসিবির অফিশিয়াল টিকিটিং প্লাটফর্ম https://www.gobcbticket.com.bd/ ওয়েবসাইটে কিংবা প্লে স্টোর/অ্যাপল স্টোর থেকে gobcbticket অ্যাপস ডাউনলোড করে টিকিট কাটতে পারবেন।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য
ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা
নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
ক্লাব হাউস (সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা
ক্লাব হাউস (নর্থ - শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ - মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ - কর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার) : ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ - কর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা