সাইবার মানডে প্রতি মিনিটে ১ কোটি ৫৮ লাখ ডলারের কেনাকাটা

মার্কিন ভোক্তারা এবারের সাইবার মানডের (২ ডিসেম্বর) বিশেষ অফারে প্রতি ১ মিনিটে ক্রেতারা ব্যয় করেছেন ১ কোটি ৫৮ লাখ ডলার। অনলাইনে পাঁচদিনের কেনাকাটার উৎসবের শেষ দিন ছিল সাইবার মানডে। এদিন ২ ঘণ্টার অফারে উন্মাদনার নতুন রেকর্ড তৈরি হয়েছে। খবর সিএনএন।

সাইবার মানডে উপলক্ষে অনলাইন শপিংয়ে বিশাল ছাড় ও অফার দেয়া হয়, যা মার্কিনদের অন্যতম উৎসব থ্যাংকসগিভিংয়ের পরবর্তী প্রথম সোমবার উদযাপিত হয়। অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করতে ২০০৫ সালে প্রথম এ ধরনের অফার চালু হয়।

গবেষণা সংস্থা অ্যাডোব অ্যানালিটিকসের তথ্যানুসারে, সাইবার মানডে উপলক্ষে মার্কিন ভোক্তারা ১ হাজার ৩৩০ কোটি ডলার ব্যয় করেছেন, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বেশি। এবার মূল্যস্ফীতি ঘিরে বাড়তি উদ্বেগ থাকলেও ছাড়ের প্রভাবে ভোক্তারা খরচ বাড়িয়েছেন। থ্যাংকসগিভিং ডে থেকে শুরু হওয়া পাঁচদিনে মোট ৪ হাজার ১১০ কোটি ডলার ব্যয় করেছেন মার্কিন ভোক্তারা।

অ্যাডোব ডিজিটাল ইনসাইটসের প্রধান বিশ্লেষক বিবেক পান্ডা জানিয়েছেন, সাইবার মানডে বছর ও মৌসুমের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার দিন হলেও থ্যাংকসগিভিং ও ব্ল্যাক ফ্রাইডেতে ভোক্তারা খরচ করেছে বেশি। থ্যাংকসগিভিং ডে ও ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন ব্যয় যথাক্রমে ৮ দশমিক ৮ ও ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে।

অ্যাডোবের পূর্বাভাস অনুসারে, ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটির মৌসুমে কেনাকাটা ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৪ হাজার কোটি ডলার অতিক্রম করবে।

সাইবার মানডের বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মোবাইল ডিভাইস, যার মাধ্যমে ৭৬০ কোটি ডলারের পণ্য বিক্রি এবং মোট কেনাকাটার ৫৭ শতাংশই সম্পন্ন হয়। জনপ্রিয় পণ্যের মধ্যে ছিল লেগো সেট, এলফ অন দ্য শেলফ পুতুল, হ্যারি পটার ফিগারিন এবং গেমিং কনসোল, স্মার্টওয়াচ ও হেডফোনের মতো ইলেকট্রনিকস পণ্য। পাশাপাশি বড় অংকের কিছু ছাড় ছিল কেনাকাটার বিশেষ আকর্ষণ। পোশাকে ২৩ ও ইলেকট্রনিকস পণ্যে ২২ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে।

‘এখন কিনুন, পরে পরিশোধ করুন’-এর মতো অফারগুলো সাইবার মানডেতে প্রায় ১০০ কোটি ডলার আয়ে সাহায্য করেছে। এছাড়া সোশ্যাল মিডিয়া আইকনরা সাইবার মানডের ২০ দশমিক ৩ শতাংশ আয়ে অবদান রেখেছেন। এআই চ্যাটবটও কেনাকাটায় সাহায্য করেছে, ফলে সাইট ট্র্যাফিক বেড়েছে ২০০০ শতাংশ।

এদিকে বিশ্বব্যাপী সাইবার মানডের বিক্রি ৩ শতাংশের বেশি বেড়ে ৪ হাজার ৯৭০ কোটি ডলারে পৌঁছেছে। তবে এ কেনাকাটায় বড় অংশ দখল করে রয়েছে যুক্তরাষ্ট্র।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২