সাইবার মানডে প্রতি মিনিটে ১ কোটি ৫৮ লাখ ডলারের কেনাকাটা

মার্কিন ভোক্তারা এবারের সাইবার মানডের (২ ডিসেম্বর) বিশেষ অফারে প্রতি ১ মিনিটে ক্রেতারা ব্যয় করেছেন ১ কোটি ৫৮ লাখ ডলার। অনলাইনে পাঁচদিনের কেনাকাটার উৎসবের শেষ দিন ছিল সাইবার মানডে। এদিন ২ ঘণ্টার অফারে উন্মাদনার নতুন রেকর্ড তৈরি হয়েছে। খবর সিএনএন।

সাইবার মানডে উপলক্ষে অনলাইন শপিংয়ে বিশাল ছাড় ও অফার দেয়া হয়, যা মার্কিনদের অন্যতম উৎসব থ্যাংকসগিভিংয়ের পরবর্তী প্রথম সোমবার উদযাপিত হয়। অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করতে ২০০৫ সালে প্রথম এ ধরনের অফার চালু হয়।

গবেষণা সংস্থা অ্যাডোব অ্যানালিটিকসের তথ্যানুসারে, সাইবার মানডে উপলক্ষে মার্কিন ভোক্তারা ১ হাজার ৩৩০ কোটি ডলার ব্যয় করেছেন, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বেশি। এবার মূল্যস্ফীতি ঘিরে বাড়তি উদ্বেগ থাকলেও ছাড়ের প্রভাবে ভোক্তারা খরচ বাড়িয়েছেন। থ্যাংকসগিভিং ডে থেকে শুরু হওয়া পাঁচদিনে মোট ৪ হাজার ১১০ কোটি ডলার ব্যয় করেছেন মার্কিন ভোক্তারা।

অ্যাডোব ডিজিটাল ইনসাইটসের প্রধান বিশ্লেষক বিবেক পান্ডা জানিয়েছেন, সাইবার মানডে বছর ও মৌসুমের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার দিন হলেও থ্যাংকসগিভিং ও ব্ল্যাক ফ্রাইডেতে ভোক্তারা খরচ করেছে বেশি। থ্যাংকসগিভিং ডে ও ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন ব্যয় যথাক্রমে ৮ দশমিক ৮ ও ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে।

অ্যাডোবের পূর্বাভাস অনুসারে, ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটির মৌসুমে কেনাকাটা ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৪ হাজার কোটি ডলার অতিক্রম করবে।

সাইবার মানডের বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মোবাইল ডিভাইস, যার মাধ্যমে ৭৬০ কোটি ডলারের পণ্য বিক্রি এবং মোট কেনাকাটার ৫৭ শতাংশই সম্পন্ন হয়। জনপ্রিয় পণ্যের মধ্যে ছিল লেগো সেট, এলফ অন দ্য শেলফ পুতুল, হ্যারি পটার ফিগারিন এবং গেমিং কনসোল, স্মার্টওয়াচ ও হেডফোনের মতো ইলেকট্রনিকস পণ্য। পাশাপাশি বড় অংকের কিছু ছাড় ছিল কেনাকাটার বিশেষ আকর্ষণ। পোশাকে ২৩ ও ইলেকট্রনিকস পণ্যে ২২ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে।

‘এখন কিনুন, পরে পরিশোধ করুন’-এর মতো অফারগুলো সাইবার মানডেতে প্রায় ১০০ কোটি ডলার আয়ে সাহায্য করেছে। এছাড়া সোশ্যাল মিডিয়া আইকনরা সাইবার মানডের ২০ দশমিক ৩ শতাংশ আয়ে অবদান রেখেছেন। এআই চ্যাটবটও কেনাকাটায় সাহায্য করেছে, ফলে সাইট ট্র্যাফিক বেড়েছে ২০০০ শতাংশ।

এদিকে বিশ্বব্যাপী সাইবার মানডের বিক্রি ৩ শতাংশের বেশি বেড়ে ৪ হাজার ৯৭০ কোটি ডলারে পৌঁছেছে। তবে এ কেনাকাটায় বড় অংশ দখল করে রয়েছে যুক্তরাষ্ট্র।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সচিব হলেন ৩ কর্মকর্তা

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

বাড়ল এলপিজির দাম

ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি

কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

১০

বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ, বাদ পড়লেন যারা

১১

ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরো

১২