ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৪ জুলাই) রাজধানী বেইজিংয়ে এই দুই নেতার মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভি
এস জয়শঙ্কর বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ওপর জোর দিয়েছি। আমার সফরকালীন এই আলোচনা ইতিবাচক দিক বজায় রাখবে বলে (উভয় নেতাই) আস্থা প্রকাশ করেছি।
এক্স পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ বেইজিংয়ে পৌঁছানোর পরপরই ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। চীনের এসসিও সভাপতিত্বের প্রতি ভারতের সমর্থন রয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক উন্নতি ঘটেছে। আশা করছি, আমার সফরের আলোচনাগুলো এই ইতিবাচক ধারা বজায় রাখবে।’
সাংহাই করপোরেশন অরগানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে চীন সফরে রয়েছেন এস জয়শঙ্কর।