বিদ্যালয়ের দেয়াল যেন শিক্ষার পুঁথি

উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দনিক সৌন্দর্যে ফুটিয়ে তোলা হয়েছে।

স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজি বড় ও ছোট হাতের অক্ষর, নানা ছন্দ, পশু-পাখী, কবি ও বীরশ্রেষ্ঠের ছবিসহ শিক্ষণীয় নানা বিষয় নিয়ে সাজানো হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালগুলো। এক কথায় দেয়ালগুলো হয়ে উঠেছে শিক্ষার পুঁথি। 

উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এমন নান্দনিক বিদ্যালয়ের দেখা মিলেছে। বিশেষ করে উধুনিয়া, মোহনপুর বড়পাঙ্গাসী বিল অধ্যূষিত এসব ইউনিয়ন গুলোতে প্রাথমিক শিক্ষার বিকাশ ঘটাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করতে রং তুলিতে নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। 

সরেজমিনে উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া, মোহনপুর, চরমোহনপুর, চন্ডিপুর, ভাতবাড়া মামুদপুর, পংখারুয়া. ওলিদহসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয়ের সামনে বারান্দায় টবে নানান রকম ফুল, দেয়ালগুলোতে বাংলা ইংরেজি বর্ণ, নানা ছন্দ, পশু-পাখী। এছাড়া অক্ষর দিয়ে পশু-পাখী, একতারা, ঈগল, হাতি, শহীদ মিনার ছাড়াও গ্রামীণ চিত্রও তুলে ধরা হয়েছে। আবার কোথাও কোথাও ছন্দে ছন্দে লেখা ‘শিক্ষিত মা এক সুরোভিত ফুল, প্রতিটি ঘর হবে একেকটি স্কুল’, ‘আমাদের স্কুল আনন্দের এক রঙ্গিন ফুল, শিক্ষা’ ‘মেধাই মানুষের বড় সম্পদ’ ইত্যাদি উপদেশ ও নীতিকথা। এছাড়া আছে ছবিসহ বিশ্বকবি, জাতীয়কবি ও বীরশ্রেষ্ঠদের নাম। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা বেড়েছে। সৌন্দর্যের কারণে ঝড়ে পড়া শিক্ষার্থী কমার পাশাপাশি শিক্ষার মানও বেড়েছে। তাছাড়া পথচারী ও দর্শনার্থীদের প্রশংসা কুড়াচ্ছেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষকমন্ডলী ও শিক্ষা বিভাগ। 

উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুন-অর রশিদ বলেন, স্যারদের সহযোগীতায় বিদ্যালয় সাজানো হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশ নান্দনিক সৌন্দর্যের কারণে শিক্ষার্থীদের পড়ার আগ্রহ বাড়ছে। তারা বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনও পাচ্ছে।

পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমতুল বারী বলেন, আমরা আমাদের স্যারদের দিক নির্দেশনায় আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করছি। এছাড়া এলাকাবাসী ও অভিবাবকদের সহযোগীতায় আমরা বিদ্যালয় সুন্দর ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি যেন শিক্ষার্থীরা আনন্দ আর হাসি-খুশীতে পড়াশোনা করতে পারে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতি আগ্রহী হচ্ছে। পড়ার লেখার মানও আগের তুলনায় অনেকটাই বাড়ছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলোই নতুন রুপে সাজিয়ে তোলা হচ্ছে। বিভিন্ন উপায়ে শিশুদের স্কুল ভীতির পরিবর্তে স্কুল প্রিতির চেষ্টা করা হচ্ছে। আমরা সকলে সম্মিলিত ভাবে চেষ্টা করে যাচ্ছি। আশা করি প্রাথমিক শিক্ষায় উল্লাপাড়া উপজেলা রোল মডেল হবে।  

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শুল্ক নীতিতে বাধা মার্কিন আদালতের

লঘুচাপ থেকে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

১০

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

১১

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১২