ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আর কিছুক্ষণ পরেই। এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তফসিল ঘোষণার দিনে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আগারগাঁও এলাকার যান চলাচলেও আনা হয়েছে সীমাবদ্ধতা।
ফলে সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। এদিন সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা যায়।
ইসির নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা রবিউল জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, র্যাবও নিয়মিত টহল দিচ্ছে।