চট্টগ্রামের সীতাকুন্ড-সন্দ্বীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগরপথে ফেরি সার্ভিস চালু হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল চট্রগ্রাম সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
পরে সকাল ৯টার দিকে বাঁশবাড়িয়া থেকে ৬ উপদেষ্টাসহ অন্যদের নিয়ে ফেরি সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল ১০টার দিকে সন্দ্বীপে পৌঁছায় ফেরিটি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তাদের সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টার দু’জন বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
সন্দ্বীপে পৌঁছাতে এখন থেকে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন সরাসরি ফেরির মাধ্যমে চলাচল করতে পারবে।
বিআইডব্লিউটিএ চট্টগ্রাম উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, আমরা ফেরি কপোতাক্ষের পরীক্ষামূলক রান করেছি। আমরা উচ্চ এবং নিম্ন জোয়ারের সময় অনুযায়ী প্রতিদিন চারটি ফেরি চলাচল করার পরিকল্পনা করেছি।
তিনি আরও বলেন, এটি দেশের প্রথম সাগরপথে ফেরি সার্ভিস। প্রতিটি ফেরি একবারে ৩৫টি ছোট-বড় যানবাহন পরিবহন করতে পারবে।
তবে, বর্ষাকালে সমুদ্র উত্তাল হয়ে উঠলে ফেরি সার্ভিস চালু রাখা যাবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, তারা এই সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছেন।
এছাড়া, মন্ত্রণালয়ের উপদেষ্টারা ফেরি সার্ভিসের সঙ্গে সমন্বয় করে সোমবার ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসি বাস সেবা উদ্বোধন করেছেন।
চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এ ফেরি সেবার মধ্যে দিয়ে। সাগরবক্ষের এই দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন পূরণ হলো। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত চলাচল করবে এই ফেরি সেবা।
এদিকে সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিনিউজ/এম আর