জনপ্রিয় ভারতীয় সিরিয়াল 'কিউ কি সাস ভি কাভি বহু থি' এর তিন পর্বের একটি বিশেষ সিকোয়েন্সে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবেন বিল গেটস। সেখানে তিনি গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করবেন।
আন্তর্জাতিক অঙ্গনে 'ফ্রাসিয়ার' এবং 'দ্য বিগ ব্যাং থিওরি'র মতো জনপ্রিয় অনুষ্ঠানে দেখা গেলেও, এবার মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস অভিষেক করতে চলেছেন ভারতীয় টেলিভিশনে। জনপ্রিয় ধারাবাহিক 'কিউ কি সাস ভি কাভি বহু থি' (পুনরায় চালু হওয়া সংস্করণ)-এর নতুন পর্বে দেখা যাবে তাকে।
ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, এই বিশেষ পর্বের নেপথ্যে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষত অন্তঃসত্ত্বা মহিলা এবং নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা প্রসারে কাজ করে। তার প্রচারের সূত্রেই এই ‘কোল্যাব’।
যেহেতু বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই কারণগুলি নিয়ে সক্রিয়ভাবে কাজ করে, তাই এই সহযোগিতা স্বাভাবিকভাবেই এসেছে। স্মৃতি চেয়েছিলেন এই শো-কে গল্প বলার মাধ্যমে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা প্রচারের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে।
তবে সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, বিশ্বখ্যাত হলিউড তারকা উইল স্মিথও নাকি স্মৃতি ইরানি অভিনীত এই জনপ্রিয় ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করতে পারেন।
টেলিচাক্কারের এক প্রতিবেদন অনুযায়ী, 'মেন ইন ব্ল্যাক' তারকার এই ক্যামিও দৃশ্যটি 'মিহির' এবং 'তুলসি'কে তাদের দাম্পত্য জীবনের সারবত্তা নতুন করে খুঁজে পেতে এবং তাদের মধ্যে পুনরায় সংযোগ স্থাপন করতে সাহায্য করার উপর আবর্তিত হতে পারে।
তবে, এখনও পর্যন্ত এই খবরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগে উইল স্মিথ ভারতীয় চলচ্চিত্র 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'-এ একটি ক্যামিও চরিত্রে উপস্থিত হয়েছিলেন।