বিপিএলে প্লে-অফের আগে ব্যাটে-বলে শীর্ষে যারা

ছবি সংগৃহিত।

শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের জমজমাট লড়াই। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে দলগুলোর দ্বৈরথ যেমন উত্তাপ ছড়িয়েছে, ঠিক তেমনি ব্যক্তিগত নৈপুণ্যেও ক্রিকেটাররা ছিল বেশ সমৃদ্ধ।

আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ রাউন্ড। 

গ্রুপ পর্বের শেষ দিনে এসে জয় নিয়ে খুলনা টাইগার্স নিশ্চিত করেছে তাদের প্লে-অফ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাদের জয় নিশ্চিত করেছে দুর্বার রাজশাহীর বিদায়। আবার একেবারে শেষ ম্যাচে এসে চিটাগাং কিংস বদলে দিয়েছিল প্লে-অফের সমীকরণ।

রানের তালিকায় সবার ওপরে থাকছেন তানজিদ তামিম। ঢাকা দলগতভাবে ব্যর্থ হলেও ব্যাট হাতে এবারের আসরে দারুণ সময় কেটেছে জাতীয় দলের এই ওপেনারের। ১২ ম্যাচের মাঝে ৫ ম্যাচে পঞ্চাশ পেরুনো ইনিংস খেলেছেন। আছে একটা সেঞ্চুরি। মোট রান ৪৮৫। গড় ৪৪ এর বেশি। ১৪১.৩৯ স্ট্রাইকরেটে ৪ ফিফটি আর ১ সেঞ্চুরি আছে তার। 

প্রায় দেড় মাস ধরে চলা ৪২ ম্যাচের লিগ পর্বে শেষে বাদ যাওয়া তিন দল দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। এদের মাঝে রাজশাহী এবং ঢাকা দলেই আছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক। এবারের বিপিএলে লিগ পর্ব শেষে সবচেয়ে বেশি রানের মালিক ঢাকার তানজিদ হাসান তামিম। আর সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন রাজশাহীর তাসকিন আহমেদ। 

খুলনার নাইম শেখ ৪৪৪ রান নিয়ে আছেন দুইয়ে। তিনি অবশ্য এলিমিনেটর ম্যাচে থাকছেন। সেখানে জিতলে আরও দুই ম্যাচ খেলার সুযোগ থাকবে তার সামনে। ৩ ফিফটি আর ১ সেঞ্চুরি তার ব্যাট থেকে। স্ট্রাইকরেট ১৪৮। টুর্নামেন্টে ৪০০ এর বেশি রান এই দুজনেরই। 

দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় আছেন তিনে। তার রান ৩৯২। ১ সেঞ্চুরি আর ২ হাফ সেঞ্চুরি করা বিজয় এবারের আসরে খেলেছেন ১৩০ স্ট্রাইকরেটে। সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান করেছেন ৩৮৯ রান। 

তাসকিন আহমেদের কাছ থেকে এবারের বিপিএল পেয়েছে রেকর্ডগড়া বোলিং ফিগার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ইনিংসেই ছিল ৭ উইকেট। তাসকিন এবারের আসরে পেয়েছেন ২৫ উইকেট। বরিশালের বিদেশি পেসার ফাহিম আশরাফ দেশে ফেরার আগে পেয়েছেন ২০ উইকেট। রংপুর রাইডার্সের আকিফ জাভেদের ঝুলিতে আছে ১৯ উইকেট। 

১৮ উইকেট পেয়েছেন চিটাগাং কিংসের দেশি পেসার খালেদ আহমেদ। রংপুরের খুশদিল শাহ এবং খুলনা টাইগার্সের আবু হায়দার রনি এখন পর্যন্ত টুর্নামেন্টে শিকার করেছেন ১৭ উইকেট। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২