ইতিহাসে এই প্রথম শবে বরাতে হচ্ছে ইজতেমা

ছবি সংগৃহিত।

আজ শুক্রবার বাদ ফজর নিজামুদ্দিন কারকাজের মাওলানা আব্দুস সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র জুমার বড় জামাত। সঙ্গে ইজতেমার ইতিহাসে এই প্রথম শবে বরাত পালিত হবে ময়দানে। 

এই দুই কারণে ইতিমধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেছেন।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, আজ সকাল সোয়া আটটায় মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে ইলিয়াস বিন সাদ ময়দানে পৌঁছেছেন। তাদের মধ্যে একজন জুমার ইমামতি করবেন।

ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের কয়েক লক্ষ মুসল্লি আজ রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন বলে জানা যায়। 

জুমার জামাতে ও শবে বরাত পালনের জন্য সারাদেশ থেকে লাখ লাখ মুসল্লি ময়দানে জড়ো হচ্ছেন। পবিত্র ও মর্যাদাপূর্ণ এই রজনীতে ইজতেমার মুসল্লিদের মাঝে বাড়তি এক আবেগ কাজ করছে।

ইজতেমায় একসঙ্গে পবিত্র শবেবরাতে পরম করুণাময় মহান আল্লাহর আনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাত করবেন খিত্তায় খিত্তায়। ইতোমধ্যে ইজতেমার ময়দানে ভারতের নিজামুদ্দিন বিশ্ব মারকাজ ও পাকিস্তানের শীর্ষ মুরুব্বিরা উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার যোহরের নামাজের পর কাকরাইল মসজিদের বর্ষিয়ান মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেনের স্বাগতিক বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসরের পর পাকিস্তানের আহলে শূরা মাওলানা শায়েখ হারুন কোরাইশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল বয়ান শুরু হয়েছে। আজ বাদ জুমা বয়ান করবেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি। ইজতেমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন। এটা অনেক বড় পাওয়া।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর প্রাথমিকভাবে ইজতেমা শুরু হলেও মূলত আজ বাদ ফজর আনুষ্ঠানিকভাবে শুরু হল ইজতেমার আনুষ্ঠানিকতা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২