রাবি সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানবন্ধন

ছবি সংগৃহিত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনে’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আহত সমন্বয়ক শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য।

মানববন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক মেহেদী সজীব বলেন, জুলাই আন্দোলনের সেই ক্রান্তিকালে রাজশাহীতে আমরা যে ১৭ জন কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি তার মধ্যে শহীদ একজন।

গতকাল রাতে তার ওপর যে অতর্কিত হামলা হয়েছে তা প্রমাণ করে বিপ্লবী সবার ওপর হামলা হবে। শুধু একটা সরকার, আর প্রশাসনিক লোক পরিবর্তনের জন্য আমার ভাইয়েরা জীবন দেয় নাই।

কর্মসূচিতে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক রাশেদ রাজন বলেন, আমি মনে করি এটা একটা পরিকল্পিত হামলা। বিভিন্ন সামাজিকমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়কদের ওপরে হামলা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে দ্রুত সময়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি করছি।’

মানববন্ধনে শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, রাবিসহ দেশের নানা প্রান্তে যারা জুলাই আন্দোলনের নেতৃত্বে দিয়েছে তাদের ওপর হামলা হতে পারে। তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, বিপ্লবটা চুরি হয়ে যাচ্ছে। 

আমাদের নিরাপত্তার জন্য যা কিছু দরকার প্রশাসনকে সেসব পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, এ ঘটনা জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২