গেল মে মাসে গুঞ্জন উঠেছিল দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন সোনম কাপুর। সেসময় মুখে তালা দিয়ে রাখলেও এবার বেবি বাম্প প্রকাশ্যে এনে ফের মা হওয়ার সংকেত দিলেন অভিনেত্রী। অন্যদিকে বিষয়টিকে ‘ঝামেলা’ বলে মন্তব্য করলেন সোনমের স্বামী আনন্দ আহুজা।
তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সামান্য মশকরা থেকেই এমন মন্তব্য করেছেন আনন্দ। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে মা হওয়ার খবর দিয়েছেন সোনম। সেখানে মন্তব্যের ঘরে আনন্দ লিখেছেন, “ডবল ট্রাবল”। যার অর্থ দাঁড়ায় “জোড়া বিপদ।”
ছবিটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ার। নেটিজেনদের অনেকেই বলছেন, সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রিন্সেস ডায়নার কথা, চোখে-মুখে মাতৃত্বের এমন দীপ্তি দেখে মুগ্ধ সবাই।
সঞ্জয় লীলা বানসালির হাত ধরে ‘সাওয়ারিয়া’ (রণবীর কাপুরের বিপরীতে) ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সোনমের। এরপর অভিনয় করেছেন একাধিক ছবিতে। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ দেখা যায় তাকে। বর্তমানে স্বামী ও সন্তানকে কেন্দ্র করেই তার সময় কাটছে।
২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম; ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু।
২০২২ সালের সোনম-আনন্দের জীবনে আসে প্রথম সন্তান বায়ু। আপাতত তাকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। প্রমাণ মিলেছে সোনমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছেলেকে সময় দিতে শোবিজের লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে খানিক দূরে তিনি। আরও কয়েক বছরের জন্য হয়তো বি-টাউনের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বহাল থাকবে।