আগামী সপ্তাহেই ট্রাম্প-পুতিন বৈঠক, প্রস্তুত হোয়াইট হাউজ

ছবি সংগৃহীত ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ অবসানে চাপ সৃষ্টির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে, যার আওতায় চীনকেও অন্তর্ভুক্ত করা হতে পারে।

এ ধরনের মুখোমুখি বৈঠক হবে ২০২১ সালের জুনে জেনেভায় জো বাইডেন ও পুতিনের বৈঠকের পর প্রথমবারের মতো কোনো মার্কিন ও রুশ প্রেসিডেন্টের দেখা হওয়া। ওই বৈঠকের প্রায় আট মাস পর ইউক্রেনে সর্ববৃহৎ হামলা চালায় রাশিয়া, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সামরিক আগ্রাসন হিসেবে বিবেচিত।

পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ২০১৯ সালের ডিসেম্বরের পর আর কোনো বৈঠক হয়নি। বরং দুজনই প্রকাশ্যে একে অপরের প্রতি তাদের বিরূপ মনোভাবের ইঙ্গিত দিয়ে থাকেন।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেছেন, তিনি প্রথমে পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং পরে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে পুতিন ও জেলেনস্কি উভয়ই উপস্থিত থাকবেন।

“খুব শিগগিরই একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে,” সাংবাদিকদের বলেন ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, “রাশিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয় রাষ্ট্রপ্রধানের সঙ্গেই আলোচনার জন্য উন্মুক্ত।”

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২