পূর্ণিমার বিবাহবিচ্ছেদ, ববির বিয়ের গুঞ্জন

ছবি: সংগৃহীত।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের দাম্পত্য জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল গুঞ্জন। নেটিজেনদের অনেকে দাবি করছেন, তাদের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে, এমনকি বিচ্ছেদও হয়ে গেছে বলে কানাঘুষা চলছে।

২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। বিয়ের পরও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এই তারকা দম্পতি। তবে বেশ কিছুদিন ধরে তাদের যুগল ছবি অনুপস্থিত থাকায় ভক্তদের মধ্যে নানা জল্পনা ছড়ায়।

এর মধ্যে গুঞ্জনে ঘি ঢেলেছে ফেসবুকে পূর্ণিমার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। সেখানে তিনি লিখেছেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন পূর্ণিমা, এ নিয়ে আলোচনার শেষ নেই। এর মধ্যে গত বুধবার স্বামীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পূর্ণিমা। ছবিতে দেখা গেছে, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে আছেন পূর্ণিমা। কেউ কেউ বলছেন, ছবি পোস্ট করেই গুঞ্জনের জবাব দিলেন এই অভিনেত্রী। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি পূর্ণিমা।

নব্বই দশকের শেষ দিকে ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পূর্ণিমার। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায়, যা মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত তার আরও দুটি ছবি—‘গাঙচিল’ ও ‘জ্যাম’—মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। এরপরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিং নিয়ে। এদিকে সামাজিক মাধ্যমে প্রচার হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নাকি গোপনে বিয়ে করেছেন মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে। এমন খবর ছড়িয়ে পড়লে ববি বলেছেন, সবই গুজব। ওই ব্যবসায়ীকে তিনি বিয়ে করেননি। পাশাপাশি সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার কথাও স্বীকার করেছেন এই অভিনেত্রী। ববি বলছেন, তিনি এখন কারও সঙ্গে প্রেম করছেন না।

বর্তমানে তছনছ নামের একটি সিনেমার শুটিং করছেন ববি। বদিউল আলম পরিচালিত ছবিটিতে তাঁর নায়ক মুন্না খান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২