রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন।
এ সময় পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেনই অবরোধ করেন তারা। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস শুরুর সময়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তারা হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। এতে অফিস শুরুর সময়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আন্দোলনকারীরা জানান, তিন মাস আগে জুলাই আন্দোলনের সময় তারা একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন। সে সময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টারা আশ্বাস দিলেও সরকার তাদের কোনো দাবি পূরণ করেনি বলে অভিযোগ করেছেন তারা
আহতদের মধ্যে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটানোর আন্দোলনের আহতরা টাকা-পয়সা কিছুই চাই না, শুধু সুচিকিৎসা, পুনবার্সন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের কাছে আমাদের আর কোনো আস্থা নাই।
আহতরা স্পষ্ট করে জানিয়েছেন, তাদের তিনটি প্রধান দাবি পূরণ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসনের ব্যবস্থা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা চান।