চালসহ তিন পণ্যের দাম কমেছে, বেড়েছে সবজির

ছবি: সংগৃহীত ।

রাজধানীর বাজারে চালসহ তিন পণ্যের দাম কমেছে। এছাড়া পেঁয়াজের বাজারেও আগের সেই অস্থিরতা নেই। নতুন পাতাযুক্ত পেঁয়াজ বাজারে আসায় তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে হঠাত্ করে সবজির দাম বাড়ায় ভোক্তাদের কিছুটা অস্বস্তিতে ফেলেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, চলতি আমন মৌসুমের ধান, চাল বাজারে এসেছে। ফলে চালের দাম এখন নিম্নমুখী। এদিকে হঠাত্ করে সবজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেছেন, আগের তুলনায় সবজির উত্পাদন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে দামের উপর। তবে শীত মৌসুমের সবজি পুরোদমে আসা শুরু হলে দাম কমবে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি শিম ৯০ থেকে ১০০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকা, পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকা, কাঁকরোল, ঝিঙে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া, প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি গত সপ্তাহে কেজিতে কমপক্ষে ১০ টাকা কমে বিক্রি হয়েছে। তবে সবজির দাম বাড়লেও কাঁচামরিচ ও পেঁয়াজের দাম কমেছে। প্রতি কেজি কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। বাজারে নতুন পাতাযুক্ত পেঁয়াজ এসেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। 

কাওরানবাজারের সবজি ব্যাবসায়ী বলেন, বাজারে সবজির সরবরাহ বাড়লেও উত্পাদন খরচ বাড়ায় দাম সেভাবে কমেনি। তবে এখনো শীতমৌসুমের সবজি আসা পুরোপুরি শুরু হয়নি। আমদানি বাড়লে সবজির দাম কমে আসবে বলে তিনি জানান।

বাজারে চালের দাম কমেছে। কেজিতে ২ টাকা কমে গতকাল সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদন সরু চালের দাম কমার বিষয়টি জানিয়েছে। এছাড়া, মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৫৪ থেকে ৬০ টাকা ও মাঝারিমানের চাল পাইজাম/লতা ৫৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তাদের জন্য সুখবর হলো, সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগি ও চিনির দামও কমেছে। প্রতি কেজিতে ১০ টাকা কমে গতকাল ব্রয়লার মুরগী ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। আর চিনির কেজিতে ৫ টাকা কমে তা ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ : তারেক রহমান

হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল

ভোলায় জামায়াত-বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০জন আহত

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

শাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল

হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি সাদিক কায়েমের

১১

আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিরাপত্তা জোরদারে আইজিপিকে সুপ্রিম কোর্টের চিঠি

১২