রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন করলে জনগণ হতাশ হবে: তারেক রহমান

ছবি সংগৃহিত।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠিত হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশ এসব কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বলে তারেক রহমান বলেন, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে।

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য, প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত। এসব তর্ক-বিতর্কে সময়ের অপচয় হয়। অতীত থেকে বেরিয়ে  এসে স্বচ্ছ পথে তরুণরা এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ কিংবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত।

বিএনপির নেতাকের্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের  কার্যক্রম নিয়ে কেউ যাতে বির্তক সৃস্টি করতে না পারে, সেজন্য সর্তক থাকতে হবে। তরুণরা প্রশ্নবিদ্ধ পথে না গিয়ে, স্বচ্ছ পথে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কেউ কূটতর্ক শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে আমাদের দেওয়া ৩১ দফার দু-একটি ছাড়া সবই মিল রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন এটি আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এছাড়া বিএনপি সরকার পরিচালার সময় নেয়া বিভিন্ন পরিকল্পনাগুলো নিয়ে ও সমসাময়িক রাজনীতির বিষয়ে কথা বলেছেন আপনারা। তাই আর পুনরায় একই বিষয় কথা বলতে চাই না। বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই বলে জানান তারেক রহমান।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যশোরে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

এনসিপি চায় চুয়াডাঙ্গা-১ আসন, জামায়াতের না

জানুয়ারির ৪ দিনে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় : জরিপ

রিমান্ড বাতিল করে সুরভীর জামিন মঞ্জুর

কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, বললেন কিউবাও পতনের মুখে

১০

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি

১১

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

১২