নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে

ছবি সংগৃহিত।

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক দুই থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। 

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম ধানমণ্ডি থানার মামলায় পাঁচ দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, তাদের ব্যাংক হিসাব খোলার সময় থেকে এ পর্যন্ত বিপুল অর্থ লেনদেন হয়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এসব অর্থ তারা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় সেগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

এক্সিম ব্যাংক ও ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ও অন্যদের বিরুদ্ধে ‘অর্থ পাচার’ ও ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। গত ১ জানুয়ারি তিনি ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

গত ১ অক্টোবর ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবক ইমন হোসেন গাজী হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

এদিকে রাজধানীর ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যেতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন : হাসনাত আব্দুল্লাহ

জকসুর ভোট গণনা স্থগিত

পিএসএলে খেলবেন মুস্তাফিজুর রহমান

শামা ওবায়েদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আ. লীগের ৪ নেতা বিএনপিতে

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

যে ভীতির কারণে শাকিব খানের সিনেমার অডিশন দিতে যাননি তিশা

শীতে ত্বক চুলকায় কেন, সমাধান জানালেন চিকিৎসক

১০

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ

১১

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, ভোট গণনা শুরু

১২