উইজডেনের বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবেই ক্রিকেটের বাইবেল খ্যাত এই ম্যাগাজিনে একাদশে স্থান হয়েছে কাটার মাস্টারের।

এই একাদশে মোস্তাফিজসহ অন্য যারা আছেন তাদের তালিকা দেওয়া হলো:

অভিষেক শর্মা (ভারত, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব) – ১,৬০২ রান, ৩ শতক, স্ট্রাইক রেট ২০২; ১০ উইকেট, ইকনোমি ৯.৩২।

২০২৫ সালে অভিষেক প্রথম খেলোয়াড় হিসেবে একটি ক্যালেন্ডার বছরেই ১,০০০ রানের রেকর্ড গড়লেন, যেখানে স্ট্রাইক রেট দুই রানের বেশি প্রতি বল।

ফিল সল্ট (ইংল্যান্ড, ম্যানচেস্টার অরিজিনালস, আরসিবি, আবুধাবি নাইট রাইডার্স) – উইকেটকিপার – ১,৫৭৫ রান, ১ শতক; ৩০ ক্যাচ। ইংল্যান্ড ও আরসিবির জন্য অসাধারণ ফর্ম, স্ট্রাইক রেট ১৭৬।

ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা, এমআই কেপটাউন, সিএসকে, হ্যাম্পশায়ার) – ১,২০০ রান, ১ শতক, স্ট্রাইক রেট ১৮১। আইপিএল, এসএ২০ ও দ্য হান্ড্রেডে প্রায় সব অবস্থান থেকে ১৭০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং।

স্যাম কারান (ইংল্যান্ড, চেন্নাই সুপার কিংস, ডেজার্ট ভাইপারস) – ১,৫২১ রান, ৫১ উইকেট, ইকনোমি ৮.৭২। আইএলটি২০-এর দুই আসরে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট; ব্যাটিং ও বোলিং দু’ই দারুণ।

ডোনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা, জেএসকে, ওভাল ইনভিন্সিভল) – ৮০৯ রান, ১৩ উইকেট, স্ট্রাইক রেট ১৮৭। মিডল অর্ডারে ভয়ঙ্কর ব্যাটসম্যান; প্রতি ৬.৬ বলেই একটি ছক্কা।

টিম ডেভিড (অস্ট্রেলিয়া, আরসিবি, হোবার্ট হারিকেন্স) – ১,২৩১ রান, ১ শতক, স্ট্রাইক রেট ১৭৩। একাধিক দেশে খেলে অসাধারণ ফর্ম; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৭ বলের ১০২*।

সুনীল নারাইন (ত্রিনবাগো নাইট রাইডার্স, কেকেআর)– ৩৬ উইকেট, ইকনোমি ৬.৬৬

১৫০+ ওভারে সর্বোত্তম ইকনোমি রেট; প্রয়োজনে ওপেনিং ব্যাটিংও।

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়ট, ইসলামাবাদ ইউনাইটেড) – ৯৭ উইকেট, ৮৪৬ রান। ২০২৫ সালে টি২০-এর সর্বোচ্চ উইকেট–ধারক; সিপিএল, পিএসএল ও আইএল২০–তে অসাধারণ পারফরম্যান্স।

জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড, ওটাগো, ওরচেস্টারশায়ার) – ৫৮ উইকেট, ইকনোমি ৭.৯০।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট, যে কোনো সাধারণ বছরে ফাস্ট বোলারদের মধ্যে সর্বোচ্চ।

মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স) – ৫৯ উইকেট, ইকনোমি ৬.৭৮।

২০২৫ সালের সেরা বোলারদের মধ্যে সর্বনিম্ন ইকনোমি রেট; ধারাবাহিক উইকেট।

বরুন চক্রবর্তী (ভারত, কেকেআর, তামিল নাড়ু) – ৫৫ উইকেট, ইকনোমি ৭.৬২, ১ পাঁচ উইকেটের ইনিংস। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগে অসাধারণ বোলিং পারফরম্যান্স।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভাঙল সোনা, ভরি কত?

নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আশঙ্কাজনক ৩ সদস্য

উইজডেনের বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে : প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জ-৩ আসনে জোটের সমঝোতায় অস্বস্তি: জামায়াত সমর্থকদের ক্ষোভ, আলোচনায় ড. আব্দুস সামাদ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭ দিনে রেমিট্যান্স এসেছে ২২ হাজার ৭৪০ কোটি টাকা

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা

১১

শাকসু নির্বাচন স্থগিত

১২