খানা-খন্দে ভরা পাবনা শহরের বেশিরভাগ সড়ক, সীমাহীন ভোগান্তি

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনা পৌর শহরের বেশিরভাগ সড়ক। খানাখন্দে ভরা এসব সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি উঠলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পাবনা পৌর শহরের কয়েকটি সড়ক ঘুরে দেখা যায়, শহরের প্রবেশপথ মুজাহিদ ক্লাব থেকে পাবনা শহর পর্যন্ত সড়কটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হাজারো খানা-খন্দে ভরা সড়ক ও ড্রেনেজ ব্যাবস্থা ভেঙ্গে পড়ায়  সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা যেন অবধারিত হয়ে গেছে।

গুরুত্বপূর্ণ আরেকটি সড়ক হলো পাবনা শহর থেকে জেনারেল হাসপাতাল হয়ে বাইপাস সড়ক। ভাঙাচোরা, গর্তে ভরা সড়কটিতে চলাচলই যেন দায়। অসুস্থ্য মানুষ হাসপাতালে যেতে যেন আরো অসুস্থ্য হয়ে পড়েন। এছাড়া প্রায়ই যানজট যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া আতাইকুলা সড়ক, বড়বাজার সড়ক, শালগাড়িয়া গোরস্থান সড়ক সহ বেশ কয়েকটি সড়কের রাস্তায় বিটুমিন আর খোয়া উঠে সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। একটু বৃষ্টিতেই জমে থাকে পানি। তাই ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। আর প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়দের দাবি বছরের পর বছর এমন দুর্ভোগ থাকলেও নজর দেয়নি কেউ। দ্রুত এসব রাস্তা সংস্কারের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করার দাবি জানান স্থানীয়রা।

পাবনা শাপলা প্লাস্টিক মোড়ের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘পাবনা পৌর শহরের মধ্যে হাসপাতাল রোড এবং আতাইকুলা রোডের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এ সকল রাস্তা দ্রুত নির্মাণ করতে হবে। না হলে সাধারণ মানুষকেত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত দিনগুলোতে এ সকল রাস্তায় উন্নয়ন করা হয়নি। বর্তমানে কোন ধরনের উন্নয়ন করা হচ্ছে না। তাই পৌরসভা কর্তৃপক্ষ নজর দেবেন বলে আশা করি।’

আরিফ আহমেদ নামের এক পথচারী বলেন, ‘পাবনার জেনারেল হাসপাতাল সড়কের অবস্থা দেখে মনে হয় সড়কটি নিজেই খুব অসুস্থ্য হয়ে পড়েছে। রোগীদের চলাচলে প্রচন্ড সমস্যা হচ্ছে। বিশেষ করে ডেলিভারী রোগীদের জন্য বেশি সমস্যা। অনেক সময় আমরা দেখেছি রাস্তাতে ডেলিভারি হয়ে যাচ্ছে। তাই এই সড়কটি সহ শহরের ভাঙা সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানাই।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়েল উল হক বলেন, ‘পৌরসভার ফান্ডে টাকার সঙ্কট রয়েছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের টেন্ডার দেওয়ার চিন্তা ভাবনা চলছে। এছাড়া রাস্তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকল্পে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

পাবনা পৌরসভার তথ্য মতে, বর্তমানে পাবনা পৌরসভার মধ্যে মোট পাকা রাস্তা রয়েছে ২৪০ কিলোমিটার। যার প্রায় অর্ধেকই সংস্কারের প্রয়োজন। আর এসব রাস্তায় মোট ড্রেন রয়েছে ১১৯ কিলোমিটার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরছে: চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

১০

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১১

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১২