আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার

ছবি সংগৃহিত।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার পেলেন এই সম্মান। মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার এবং ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানান।

খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। এই দুই সংস্করণে সর্বোচ্চ রানও তাঁর। ওয়ানডেতে করেছেন ১৮,৪২৬ রান আর টেস্টে ১৫,৯২১। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি আছে টেন্ডুলকারের।

এছাড়াও ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ‘পলি উমরিগড়’ পুরস্কার জিতেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। মেয়েদের ক্রিকেটে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা। এছাড়া, ২০২৩-২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহের পুরস্কারও জিতেছেন তিনি।

বুমরা গত মাসেই জিতেছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন এই ফাস্ট বোলার। ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারানোর পেছনে বড় ভূমিকা ছিল তাঁর। বছরের শেষ দিকে বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও বুমরা হয়েছিলেন সিরিজসেরা।

মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ব্যাটারের পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের ইনিংসের পর ওয়ানডে সিরিজে ১১৭, ১৩৬ ও ৯০ রান করে নজর কেড়েছেন এই ব্যাটার।

গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকারি এই স্পিনারকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে বিসিসিআই।

এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২