আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার

ছবি সংগৃহিত।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার পেলেন এই সম্মান। মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার এবং ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানান।

খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। এই দুই সংস্করণে সর্বোচ্চ রানও তাঁর। ওয়ানডেতে করেছেন ১৮,৪২৬ রান আর টেস্টে ১৫,৯২১। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি আছে টেন্ডুলকারের।

এছাড়াও ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ‘পলি উমরিগড়’ পুরস্কার জিতেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। মেয়েদের ক্রিকেটে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা। এছাড়া, ২০২৩-২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহের পুরস্কারও জিতেছেন তিনি।

বুমরা গত মাসেই জিতেছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন এই ফাস্ট বোলার। ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারানোর পেছনে বড় ভূমিকা ছিল তাঁর। বছরের শেষ দিকে বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও বুমরা হয়েছিলেন সিরিজসেরা।

মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ব্যাটারের পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের ইনিংসের পর ওয়ানডে সিরিজে ১১৭, ১৩৬ ও ৯০ রান করে নজর কেড়েছেন এই ব্যাটার।

গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকারি এই স্পিনারকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে বিসিসিআই।

এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২