ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত দুই শতাধিক

ছবি সংগৃহিত।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ প্রায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। বিশেষ করে গাজার উত্তরাঞ্চলে, গাজা শহর, দেইর আল বালাহ, খান ইউনিস এবং রাফাহ সেন্টার এবং দক্ষিণ গাজা উপত্যকায় এ হামলা চালানো হয়। 

এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। ইতিমধ্যেই যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ কার্যকর করার জন্য আলোচনা চলমান রয়েছে। এর মধ্যেই এমন ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যা সুস্পষ্ট যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন বলে জানিয়েছে হামাস। 

সংগঠনটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে ইসরায়েল। এছাড়া হোয়াইট হাউসের ওই বিবৃতি থেকে বুঝা যায় যে, ইসরায়েলের হামলার পেছনে ট্রাম্প প্রশাসনের সমর্থন রয়েছে।

পিআইজে আরও জানায়, রক্তপিপাসু নাজি সরকার নেতানিয়াহু নতুন করে হামলার মাধ্যমে সুবিধা আদায় করতে চাইছে। কিন্তু প্রকৃত অর্থে এর মাধ্যমে তিনি কিছুই আদায় করতে পারবেন না। না আলোচনার টেবিলে না মাটিতে। 

সংগঠনটি আরও জানায়, ১৫ মাস লড়াইয়ে নেতানিয়াহু চরমভাবে ব্যর্থ হয়েছে। নতুন করে হামলার মাধ্যমে তিনি সফল হবেন না। কারণ আমাদের জনগণ মুজাহিদের পাশে রয়েছে। 

হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন- হামাস, হুথি, ইরান; এরা কেবল ইসরায়েলকে নয় যুক্তরাষ্ট্রকেও টেরোরাইজ করতে চায়। তাদের সকলকে এর মূল্য দিতে হবে। সবাইকে ভেঙে দেওয়া হবে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, হামাসকে গাজায় আটক সকল জিম্মিকে মুক্তি দিতে হবে। নইলে তাদের ভেঙে দেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২