শুটকি মাছে ক্যানসারের ঝুকি? খাওয়ার আগে যে করণীয় যা জানা গেছে

ছবি সংগৃহিত।

সাধারণ তাজা মাছকে কেঁটে ভালোভাবে পরিষ্কার করে রোদে শোকানোর পর মাছ থেকে জলীয় অংশ শুকিয়ে যায়। এই প্রক্রিয়ায় মাছের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম জন্মানোর আশঙ্কা থাকে না। এভাবে দীর্ঘদিন মাছকে সংরক্ষণ করে রাখা যায়। যা আমাদের কাছে শুঁটকি নামে পরিচিত।

প্রায় সব মানুষেরই পছন্দের খাবারের মধ্যে একটি শুঁটকি মাছ। কেউ ভর্তা করে, কেউ ভুনা করে, কেউ বিভিন্ন সবজির সঙ্গে ঝোল বা ভাজি করে খেয়ে থাকেন শুঁটকি মাছ। মজাদার হওয়ায় অনেকে নিয়মিত খেয়ে থাকেন। এতে অনেক পুষ্টিও রয়েছে। কিন্তু শুঁটকি যদি ভালোভাবে তৈরি করা না হয়, তবেই বিপদ।

জানেন কী, এই শুঁটকিই ধীরে ধীরে ক্যানসার নামক মরণব্যাধিতে আক্রান্ত করতে পারে আপনাকে। তা কীভাবে? এবিষয় নিয়ে পুষ্টিবীদরা জানিয়েছেন, শুঁটকি মাছ কিছু কিছু এলাকায় একটু বেশিই জনপ্রিয়। যেমন চট্টগ্রাম। খেয়াল করলে দেখা যায়, চট্টগ্রামে ক্যানসারের রোগী বেশি। কিন্তু কেন? এর অবশ্য কারণ জানিয়েছে স্বাস্থ্য গবেষণা সাময়িকী ‘ল্যানসেট’।

শুঁটকি ছাড়া ভাত খায়, এমন পরিবার চট্টগ্রামে খুব কম রয়েছে। এই শুঁটকিতে বেশি মুনাফার আশায় চট্টগ্রামের একাংশ শুঁটকি ব্যবসায়ীরা প্রাকৃতিকভাবে শুঁটকি না শুকিয়ে তাতে নিয়মিত ডিডিটি পাওডার (DDT POWDER) প্রয়োগ করে থাকেন। ডিডিটি (DDT )পৃথিবীর সবচেয়ে ক্ষতিকারক বিষ। যাতে রয়েছে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন- ডিডিটি (DDT), বিএইচসি (BHC), লিনডেন (lindane), ক্লোরোবেনজিলেট (Chlorobenzilate), মিথোক্সিক্লোর (methoxychlor) এবং সাইক্লোডিনেস (cyclodienes)-এর মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ।

পুষ্টিবিদ শারমীন নকশী বলেন, এখন প্রশ্ন হচ্ছে―শুঁটকি মাছ খাবেন নাকি খাওয়া ছাড়বেন বা ওই সব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে লড়বেন? যদি মনে করেন যা হবার তা হবে, এতদিনের অভ্যাস ছাড়া যাবে না; তাহলে শুঁটকি খেতে থাকুন এবং এর মাধ্যমে ক্যানসারকে স্বাগতম জানান।

এ পুষ্টিবিদের ভাষ্য, অসচেতনতা থেকে ধীরে ধীরে একটি বংশ নির্বংশ হতে পারে ক্যানসারের মাধ্যমে। তাহলে কী শুঁটকি খাওয়া যাবে না? উত্তর, অবশ্যই খাওয়া যাবে। তবে প্রাকৃতিক উপায়ে কড়া রোদে শুকিয়ে তৈরি করা শুঁটকি খেতে হবে। রান্নার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর সম্ভব হলে নিজে মাছ কেটে রোদে শুকিয়ে প্রাকৃতিক উপায়ে শুঁটকি তৈরি করুন। এতে যেমন পছন্দের খাবার খাওয়া হবে, একইসঙ্গে রোগের আশঙ্কা থাকবে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২