চলতি বছর টানা ৮ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরমধ্যে জানুয়ারিতে ৩ দফায় এবং ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত ৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। সবমিলিয়ে আট বারে দাম বাড়ানো হয়েছে মোট ১৬ হাজার ২৩৭ টাকা।
গত সোমবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে তিন দিনের মাথায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক লাফে ভরিতে ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে আগে কখনো এক ভরি সোনার দাম এত বেশি হয়নি।
এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যারমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।