রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মুখ্য মহানগর আদালত-৩ এর বিচারক দেবী রানী চৌধুরী এ আদেশ দেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহানগর কোতোয়ালি থানা থেকে তাকে কড়া প্রহরায় আদালতে নিয়ে যাওয়া হয়। শুনানীতে এ মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষে আইনজীবী আদালতকে বলেন, তিনি এ ঘটনায় জড়িত ছিলেন না। তার বাড়ি লালমনিরহাটে কিন্তু হত্যার ঘটনাটি ঘটেছে রংপুরে।
আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, তিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিল এমন কোনো প্রমাণ নেই। শুধু রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার বয়স বিবেচনায় রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেছিলাম।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে রংপুর শহরের সেন্ট্রাল রোডের ডাক অফিসের গলিতে আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এক নম্বর আসামি তিনি।
নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গতবছর জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলেও মন্ত্রিত্ব পাননি।