প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে অন্তবর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদনে দীর্ঘসূত্রতার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার (১৭ মে) বিকেল ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় গঠনের প্রেক্ষাপট, রাষ্ট্রপতির অধ্যাদেশ ও অধিভুক্তি বাতিলের পরবর্তী পরিস্থিতি, অন্তবর্তীকালীন প্রশাসনের অনুমোদনে বিলম্বের কারণ এবং শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি তুলে ধরা হবে।
সাত কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের পথ পরিস্কার হলেও চূড়ান্ত অনুমোদনে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অকারণে সময়ক্ষেপণ করছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে।