প্রতিদিনিই নানা কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বায়ু দুষিত হচ্ছে। দুষিত বায়ুর দেশ গুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এদিন সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে।
বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা ঢাকার স্কোর ২২১। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। পাশাপাশি তালিকায় দুই নম্বরে ২০৬ স্কোর নিয়ে আছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ২০০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
বিনিউজ/এলএ