বিতর্কিত মন্তব্য: সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত

ছবি সংগৃহীত ।

ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে তিনি ওএসডি হিসেবে সহকারী সচিব পদে কর্মরত ছিলেন এবং সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।

বুধবার (২ জুলাই) বিভাগীয় মামলায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ৬ অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

এতে আরও বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনা তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ৫ অক্টোবর নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে ইসিতে ১৭৬০টি আবেদন

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, ৪৬৬ জন হাসপাতালে

ধানমন্ডি ৩২ নম্বরে গ্রেপ্তার রিকশাচালকের জামিন

আজকে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

চুয়াডাঙ্গায় দাম্পত্য সংকটে ‘তালাক সুনামি’: ৮ হাজার বিয়ে, ৫ হাজার বিচ্ছেদ!

চূড়ান্ত হলো বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

জুলাই হত্যাযজ্ঞ: শেখ হাসিনার বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

গাজায় নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭

শেষ হয়েছে ট্রাম্প-পুতিন বৈঠক

১০

সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

১১

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০২ জন হাসপাতালে ভর্তি

১২