ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে আজ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা শুরু করেছে শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় সংসদে এ পর্যন্ত ভিপি পদে একজন ও সদস্য পদে ৪ জন মনোনয়ন পত্র গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী জুলিয়াস সিজার ভিপি পদের প্রথম মনোনয়নপত্র তোলেন। যিনি আগের ডাকসু নির্বাচনে সলিমুল্লা মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন।
এদিকে নির্বাচন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রার্থীরা। কেন্দ্রীয় সংসদ ছাড়াও সবগুলো হলে একযোগে সকাল ১০টা থেকে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। যা চলবে ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদে প্রতিটি ফর্ম ৩০০ টাকা ও হল সংসদে ২০০ টাকা করে ধার্য করা হয়েছে।