জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে।
এদিকে হামলার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বারবার হামলা করে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না।’