২৩ নভেম্বর 'বৈচিত্র্যের ঐক্য' সমাবেশের ডাক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ হয়নি; আনু মুহাম্মদ

সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ হয়নি উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই৷ তেল, ডিম, পেঁয়াজের মতো পণ্যের ক্ষেত্রে দেখা যায়, মাত্র কয়েকটা কোম্পানি এগুলো নিয়ন্ত্রণ করে৷ অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করা হয়৷ এই জায়গাটায় সরকারের যথাযথ ভূমিকা দেখা যায়নি৷ ব্যাংক লুট, অর্থপাচার বা শেয়ার কারসাজির বিষয়ে বিগত সরকারের সময়ে হওয়া দুটি তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে৷ সেখানে অপরাধী হিসেবে সুনির্দিষ্টভাবে যাদের শনাক্ত করা হয়েছিল, তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানও ছিলেন৷ বাংলাদেশ ব্যাংক থেকে কীভাবে বিলিয়ন ডলার পাচার হয়ে গেল, সে বিষয়ে বর্তমান গভর্নরের পরিষ্কার বক্তব্য দাবি করছি৷ বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির বিষয়ে সরকারের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি আগের সরকারের মতোই৷ তাদের ওপর নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো অব্যাহত থাকলে শেখ হাসিনার সময়ের অর্থনৈতিক মডেলের কোনো পরিবর্তন হবে না৷ এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে৷

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ এসব কথা বলেন৷ 'অন্তর্বর্তী সরকারের আশু করণীয়' প্রস্তাব ১০০ দিনে কতটা বাস্তবায়ন হলো- এই শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি৷ গত ৫ অক্টোবর অধিকার কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে যে ১৩ দফা দাবি জানানো হয়েছিল, এই সংবাদ সম্মেলনে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এর অন্যতম সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ৷

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক জায়গায় নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে বলে দাবী করেন আনু মুহাম্মদ।  তিনি বলেছেন, নতুন একটা চাঁদাবাজ দল আবার আবির্ভূত হচ্ছে৷ হাটবাজারে ইজারাদারদের জুলুম এখনো বন্ধ হয়নি৷ এ ব্যাপারে সরকারের সক্রিয় ভূমিকা দাবি করেছেন তিনি৷

সংবাদ সম্মেলনে একে একে ১৩ দফা প্রস্তাব পড়ে শোনান গণতান্ত্রিক অধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক মাহা মির্জা৷ আনু মুহাম্মদ সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন৷ আনু মুহাম্মদ বলেন, 'শহীদ, নিখোঁজ ও আহতদের পূর্ণ তালিকা এখনো কেন প্রকাশিত হয়নি, তা আমাদের বোধগম্য নয়৷ শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব এখনো গ্রহণ করা হয়নি৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে৷ কিন্তু মামলাগুলো সুনির্দিষ্ট না হওয়ার ফলে এটা সম্পর্কে আমাদের সংশয় আছে যে কতটা হবে৷ ১৫ বছরে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি৷...সংবিধান সংস্কার কমিশন অচিরেই একটা রূপরেখা জাতির সামনে উপস্থিত করবে৷ তার ভিত্তিতে জনমত যাচাই করে একটা চূড়ান্ত রূপরেখা আমরা দেখতে পাব৷ বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আরও অনেক কাজ করার বাকি আছে৷ ইতিমধ্যে বিচারপতি নিয়োগ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে৷ এগুলো সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত৷'

আনু মুহাম্মদ বলেন, এবারের দুর্গাপূজা মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে৷ তবে দলগত সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজটা হয়নি৷ এটা না হওয়ার কারণে ভারতের মোদি সরকার উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছে৷ সরকার এ বিষয়ে যথাযথ তথ্য প্রকাশ ও এসব ঘটনায জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভারত কিংবা পতিত সরকারের পক্ষে এই সুযোগ নেওয়া সম্ভব হবে৷ দলগত সহিংসতার ব্যাপারে সরকারের আরও সরব ও সক্রিয় অবস্থান নেওয়া উচিত৷ সাইবার নিরাপত্তা আইন এখনো পুরোপুরি পাতিল হয়নি, শ্রমিক পরিষেবা বিল এখনো আছে৷ পুলিশ বাহিনী পুনর্গঠনের রূপরেখা নিয়ে কিছু কাজ হলেও যথাযথ ব্যবস্থা হয়নি৷ র্যাব বিলুপ্ত করা কিংবা গোয়েন্দা সংস্থাগুলোর জবাবদিহির বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি৷ জনগণের ওপর নজরদারির বিষয়ে এখন পর্যন্ত স্বচ্ছতা আসেনি৷ অনেক জায়গায় নতুন করে চাঁদাবাজি শুরু হচ্ছে৷ নতুন একটা চাঁদাবাজ দল আবার আবির্ভূত হচ্ছে৷ এ ব্যাপারে আমরা সরকারের সক্রিয় ভূমিকা দাবি করছি৷ 

আনু মুহাম্মদ বলেন, ন্যূনতম জাতীয় মজুরি এখনো ঘোষণা করা হয়নি, যা অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব ছিল৷ এ বিষয়ে তাদের উদ্যোগ আশা করি৷ শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে সরকারের আরও সক্রিয় উদ্যোগ দরকার৷ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার জন্য শিল্প পুলিশ বাতিল করার প্রস্তুতি বা প্রক্রিয়াটা শুরু করা উচিত৷ চা শ্রমিকদের মজুরি এখনো শেখ হাসিনার নির্ধারিত মানবেতর মজুরিই আছে৷ তাদের ভূমির অধিকার ও বাসস্থানের বিষয়েও আমরা পরিষ্কারভাবে জানি না৷...কৃষিবিষয়ক কোনো কমিশন গঠনের খবর আমরা এখনো শুনিনি৷ কৃষি সংস্কারের জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার৷ রাষ্ট্রায়ত্ত পাটকল খোলার ব্যাপারে নীরবতা দেখা যাচ্ছে৷ পাট মন্ত্রণালয়ে নতুন যে উপদেষ্টা এসেছেন, তিনি বা তাঁর ব্যবসায়িক গ্রুপের সঙ্গে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ বা বেসরকারিকরণের সুবিধাভোগীদের যোগাযোগ আছে কি না, সেই প্রশ্ন উঠছে৷ পাটকলের বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য ও অবস্থান আশা করছি৷ অকৃষি খাতে কৃষি জমির ব্যবহার, হাটবাজারে ইজারাদারদের জুলুম এখনো বন্ধ হয়নি৷ এ ব্যাপারে সরকারের অবস্থান ও নীতিমালা আরও পরিষ্কার করা দরকার৷ 

রেন্টাল ও কুইক রেন্টাল চুক্তি নবায়ন না করার প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন আনু মুহাম্মদ৷ তিনি বলেন, ২০১০ সালের যে দায়মুক্তি আইনের মাধ্যমে শেখ হাসিনার সরকার দেশে বহু প্রাণবিনাশী প্রকল্প এবং দেশের জন্য বিপজ্জনক ও ঝুণকিপূর্ণ বহু ধরনের চুক্তি স্বাক্ষর করেছে৷ সেই আইন বাতিল হয়েছে৷ এই আইনের অধীনে করা প্রকল্পগুলো বাতিলের প্রক্রিয়া যথাযথভাবে অগ্রসর হবে বলে আশা করি৷ রামপাল-রূপপুরসহ দেশবিরোধী প্রাণবিনাশী প্রকল্প বাতিলের প্রস্তুতি নেওয়া এই সরকারের পক্ষে খুবই সম্ভব৷ আদানির সঙ্গে হওয়া বিদ্যুতচুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী৷ এটা অবিলম্বে বাতিলের প্রক্রিয়া শুরু করা উচিত৷ ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে৷ জাপানের জাইকার সঙ্গে যে মহাপরিকল্পনাটা আছে, সেটা বাংলাদেশের জন্য ভয়াব


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২