আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহিত।

আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গভীররাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।

রবিবার দিনগত রাত ৩টায় রাজধানীর বারিধারায় নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।

এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন— উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমার পদত্যাগের ব্যাপারটা আজকে প্রথম না। তারা আমাকে যে কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন ওঠে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ব্যবস্থা আমি নিচ্ছি। এটা আগের থেকে উন্নতি হয়েছে, আরও হবে।

তিনি বলেন, আগামীকাল (সোমবার) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি সড়কে এক ব্যবসায়ীর উপর কয়েকজন ছিনতাইকারী গুলিবর্ষণ করে তার কাছ থেকে স্বর্ণ-টাকা লুট করে নিয়ে যায়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসররাই এ ঘটনায় বেশি জড়িত। বনশ্রী এলাকায় যে ঘটনা ঘটেছে, এটা আমার নলেজ আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর যে লোক আছে, তাদের যদি গাফিলতি থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু যে পরিমাণ করা উচিত সেটা হয়তো হচ্ছে না। বাসে ডাকাতির ঘটনায় ইতোমধ্যে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হচ্ছে এবং এটা চলতে থাকবে।

সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণকে নিয়ে যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে এবং আমরা এটা করতে পারব।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২