বরগুনার পাথরঘাটা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনার বাংলা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে মঠবাড়িয়া থেকে ঈদ উপহার নিয়ে পাথরঘাটার কেরাতপুরে মামার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাথরঘাটা-ঢাকা সড়কের সোনার বাংলা নামক এলাকায় পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন ভাই নিহত হন।
নিহতরা হলেন- মো. শুভ, মো. শান্ত ও মো. নাদিম। তারা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের মো. নাসির খানের ছেলে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, বাস ও মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।