আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো ১ হাজার ৫২২ পুলিশ সদস্যকে পুনর্বহাল করা হচ্ছে।
এর মধ্যে ১ হাজার ২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর ও ২৮ জন 'নন-পুলিশ' সদস্য রয়েছেন।
২০২৪ সালের আগস্টে গঠিত একটি কমিটি এই সদস্যদের পুনর্বহালের আবেদন পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে। যারা প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করে জয়ী হয়েছেন, তাদের পুনর্বহাল করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যারা বিভাগীয় আপিল করেননি, তাদের পুনর্বহালের বিষয়টি আইনি বাধায় বিবেচিত হয়নি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের শৃঙ্খলা পরিপন্থি আচরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।