মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
বুধবার (৭ মে) সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
তিনি জানান, বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে আটক করে। এর মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ শিশু রয়েছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বিজিবির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা এখনো বিজিবি হেফাজতে রয়েছে বলে তিনি জানিয়েছেন।