ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

সংগৃহিত ছবি।

ভূমিকম্পে বিধ্বস্ত ভানুয়াতুতে চলছে উদ্ধার অভিযান চলছে।শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার(১৭ডিসেম্বর) দুপুর ১২:৪৭ (স্থানীয় সময়) ভানুয়াতুতের পোর্ট ভিলা শহরে ৭.৩ মাত্রার এই ভূমিকম্প হয়।ভূমিকম্পে প্রায় ১৪ জন নিহত হন এবং আহত ২০০। ভূমিকম্পের কারণে ভবন ধসে পড়ে, ভূমিধস ঘটে।এছাড়াও শক্তিশালী আফটারশক রাতভর আতঙ্ক ছড়ায়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডের দূতাবাসও রয়েছে। ভূমিকম্পের পর বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

ভানুয়াতুর পুলিশ জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করতে ৭ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন পোর্ট ভিলার হাসপাতালে মারা যান, ছয়জন ভূমিধসে এবং চারজন ধসে পড়া একটি ভবনের নিচে চাপা পড়ে নিহত হন। ধসে পড়া ওই ভবন থেকে আরও লাশ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিডনি থেকে এএফপি জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে ৪ জন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নিচ থেকে ৬ জন এবং একটি ভবনের ধংসস্তুপ থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে ওই ভবনের নিচে আরো মরদেহ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২০০ জনেরও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা আরও জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিং মল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবনগুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এছাড়া রাজধানীর আরও ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনটি ব্রিজ এবং দুটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ভানুয়াতুর সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দুটি বড় জলাধার সম্পূর্ণরূপে ধংস হয়ে গেছে। এই কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানের জ্বালানি দূষিত হওয়ায় বিমান চলাচলও বন্ধ রয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। নিম্নাঞ্চলের এ দ্বীপ রাষ্ট্রটিতে ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। বিশ্বে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ যে কয়েকটি দেশ রয়েছে সেগুলোর মধ্যে ভানুয়াতু অন্যতম।

মূলত দেশটি প্রায়ই ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির কবলে পড়ে থাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২