নারায়ণগঞ্জে রায়হান খান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার ফতুল্লা নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে। তিনি বর্তমানে সদর উপজেলার তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নাগবাড়ি এলাকার মোড়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল রায়হান। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, আজ ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ওসি আরও বলেন, ‘নিহত রায়হানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার রয়েছে। সে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।’