জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবার আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন।
ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদের আমরা প্রত্যাখ্যান করব।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা দেবীদ্বার পৌরসভার ভোষনা এলাকায় ভারতীয় আগ্রাসনবিরোধী পথযাত্রায় অংশ হিসেবে গ্রামবাসীর সঙ্গে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি-জামায়াতসহ যারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল আছে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, ভারতের আগ্রাসন বিরোধিতায় যারা শহীদ হয়েছেন, সর্বশেষ শহীদ ওসমান হাদির কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে। আমরা এই দেশটাকে আর ভারতের গোলাম হতে দেব না। বিএনপি-জামায়াতসহ যারা রক্ত দিয়েছে তাদের দায় আমাদের আছে।
দল যেহেতু রক্তের দায় নিতে ভুলে যাচ্ছে আমরা এই দায় এড়াতে পারি না। আমরা হয়তো এনসিপির রাজনীতি করি, কিন্তু যারা ফ্যাসিবাদ বিরোধিতায় এক ফোঁটা রক্ত রাজপথে দিয়েছে তারা আমার ভাই। সে যে দলই করুক। এই দায় আমার আছে, আমি এই দায় সব সময় নিয়ে চলব।
তিনি বলেন, ‘গণতন্ত্রের এ লড়াইয়ের কারণে হাসিনা সরকারের আমলে অনেক নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। অনেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মিথ্যা ট্রায়ালে ফাঁসিতে ঝোলানো হয়েছে, অনেককে গুম করা হয়েছে। আমরাই এ দেশটাকে আর ভারতের তাঁবেদার হতে দেব না।’
এর আগে সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন হাসনাত আব্দুল্লাহ।
এ সময় জামায়াতে ইসলামের পৌর শাখার আমির ফেরদৌস আহমেদ, সেক্রেটারি ক্বারী মোহাম্মদ অলিউল্লাহ, এনসিপির উপজেলার প্রধান সমন্বয়ের পৌরসভার সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।