ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে খেলা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও মাঠে নামছে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে। ২০২৬ বিশ্বকাপের ড্র’তে ‘সি’ গ্রুপে জায়গা হয়েছে সেলেসাওদের।
যেখানে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। গ্রুপের বাকি দুই দল হাইতি ও স্কটল্যান্ড।
আগামী ১৪ জুন নিউ ইয়র্ক-নিউ জার্সিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে সেলেসাওদের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৫ জুন।
বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো, খুব বেশি রাত জাগতে হবে না। একটি ম্যাচ সকালে এবং দুটি ম্যাচ ভোরে অনুষ্ঠিত হবে।
একনজরে গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচের সময়সূচি:
১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (ভোর ৪টা, নিউইয়র্ক–নিউ জার্সি)
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (সকাল ৭টা, ফিলাডেলফিয়া)
২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড (ভোর ৪টা, মায়ামি)