নির্বাচনের তফসিলে আমরা সন্তুষ্ট : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত ।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনের তপশিল ঘোষণার ভাষণ বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তপশিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে- এই সরকার, রাজনৈতিক দলগুলো এবং কমিশন নির্বাচন অনুষ্ঠান করতে চায়। তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণায় আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। মূল বিষয়টা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে জাতীয় নির্বাচন এবং একইদিনে গণভোট নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে বড় ঘটনা। এ নির্বাচন সুষ্ঠুভাবে পালন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, নির্বাচন কমিশন একবারে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল এবং সকল প্রার্থী নির্বাচনকে উৎসবমুখর করে তুলবে। কারণ হচ্ছে, গত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ হয়েছে জনগণের সংসদ তৈরি করতে পারব। আপনারা জানেন, দীর্ঘ নয় মাস নির্বাচন ও সংস্কার আলোচনা করে অনেকগুলো সিদ্ধান্তে আমরা একমত হয়েছি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের দলীয় প্রার্থী তালিকা একপ্রকার চূড়ান্ত হয়েই আছে। বাকিগুলো কথা বলে চূড়ান্ত করা হবে। আমি মনে করি, কোনো সমস্যা থাকবে না। যারা সরকারবিরোধী আন্দোলন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আশা করি আমরা যথাযথভাবে এগিয়ে যেতে পারবো। যারা অন্যান্য যে রাজনৈতিকদল থেকে নির্বাচন করেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিটকে সঙ্গে নিয়ে এবারকার নির্বাচনে সহযোগিতা করবেন।

গণভোটের চার প্রশ্নে এক উত্তর নিয়ে কোনো সমস্যা হবে কিনা এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছুটা সমস্যা তো হবেই। তবে আমরা সবাই যদি কাজ করি তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবো।

গণভোট নিয়ে বিএনপি কোনো প্রচারণা চালাবে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রচারণা হবে। আর হচ্ছে তো। প্রচারণা চালাতে তো হবেই।

নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নিঃসন্দেহে এটা আনন্দের দিন। আমি বারবার বলেছি নির্বাচন নিয়ে আমার কোনো আশঙ্কা নেই। নির্বাচন তো হতেই হবে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সবাই মিলে নির্বাচনটা উৎসবমুখর করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ : তারেক রহমান

হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল

ভোলায় জামায়াত-বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০জন আহত

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

শাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল

হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি সাদিক কায়েমের

১১

আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিরাপত্তা জোরদারে আইজিপিকে সুপ্রিম কোর্টের চিঠি

১২