উল্লাপাড়ায় ভিজিএফের চাল কেলেঙ্কারিতে ইউপি সচিব গ্রেপ্তার

উল্লাপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে বরাদ্দকৃত চাল নয়-ছয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঙ্গালা ইউনিয়নে দুস্থদের ৮০০ কেজি চাল পাচারকালে পুলিশ চালসহ ইউপি সচিব হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে। এছাড়া উধুনিয়া ইউনিয়নে ভিজিএফের কার্ড বিক্রি, চাল পাচার ও চাল পরিমাণে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়দের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় ইউপি সচিব ও মেম্বারদের দায়ী করছেন ভুক্তভোগীরা। 

জানা গেছে, বাঙ্গালা ইউনিয়নে প্রকৃত কার্ডধারীরা চাল পাওয়ার আগেই চাল শেষ হয়ে গেছে এমন খবর শুনে প্রশাসক ও বিএনপির কিছু লোক পরিষদের কক্ষ তল্লাশি করেন। এসময় কয়েকটি কক্ষ থেকে ৮০০ কেজি চাল উদ্ধার করা হয়। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে চালসহ ইউপি সচিবকে গ্রেপ্তার করে বুধবার সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করেছেন। অপরদিকে উধুনিয়া ইউনিয়নে চাল পরিমাণে কম এবং কার্ড বিক্রির অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, ইউপি সদস্য ও সচিবদের সহযোগীতায় চাল নিয়ে কেলেঙ্গারির ঘটনা ঘটেছে। এতে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদেরও গাফিলতি রয়েছে।

উধুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন বলেন, প্রকৃত দুস্থরা ভিজিএফের চাল থেকে বঞ্চিত হয়েছে, কিছু মেম্বার অসহায়দের মধ্যে কার্ড বিতরণ না করে বিক্রি করেছে। এছাড়া চাল পরিমাপে কম দেয়া হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ইউপি সচিবকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বাঙ্গালা ইউনিয়নে এ ঘটনার পর চালসহ সচিবকে থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উধুনিয়ার ঘটনার সত্য মেলেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শুল্ক নীতিতে বাধা মার্কিন আদালতের

লঘুচাপ থেকে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

১০

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

১১

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১২