এবারে নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজালার শাহপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র গণজমায়েতে এসব কথা বলেন তিনি।
এ সময় গোলাম পরওয়ার বলেন, জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে বলে অপপ্রচার করা হচ্ছে। ভয়-ভীতি, টাকার খেলা আর অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না। সবশেষ দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গঠন করে এবারের নির্বাচন সফল করতে হবে বলে জানান তিনি।
এ ছাত্র গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জাকসু জিএস মাজহারুল ইসলাম। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠনের মাধ্যমে একটি একটি নতুন রাষ্ট্র গঠন করবে বলে জানিয়েছেন অন্যান্য বক্তারা।