আগামী ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক পরিকল্পনা সম্পর্কে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল অর্থাৎ আজ রাত ১২টা ১ মিনিট থেকে উদযাপিত হতে যাচ্ছে। পরম শ্রদ্ধা ভরে পুরো জাতি এই দিবসটি পালন করবে। প্রতি বছরের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপি, ভিআইপি এবং তারপরে জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করবেন। আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেয়া হবে।
এছাড়াও আজ বিকেল পাঁচটায় এবং রাত আটটায় পুলিশ সদস্য এবং অফিসাররা এখানে নিরাপত্তার দায়িত্ব নিতে থাকবেন। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
শেখ সাজ্জাদ আলী বলেন, আমরা এখন পর্যন্ত নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা দেখি না। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মেটাল ডিটেক্টর ও ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কেউ যাতে দাহ্য পদার্থ এবং বিস্ফোরক জাতীয় কিছু বহন করতে না পারে সেজন্য আমাদের ব্যবস্থা আছে। এছাড়াও শহীদ মিনারের আশেপাশে মোবাইল টিমের অংশ হিসেবে তারা নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করবে। এসব ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও সংযুক্ত আছে। আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আমরা একটা প্রোগ্রাম করেছি।
এবার কেন্দ্রীয় শহীদ মিনার র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করবেন কি না— এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, আমি যতটুকু জানি র্যাবের সদস্যরা থাকবে পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরা মিলে কাজ করবেন।
এবার কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এবার কোনো ধরনের জঙ্গি আশঙ্কা নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা কালেকশন, টোল আদায় ওইদিকে তাদের ইন্টারেস্ট। এদিকে তাদের ইন্টারেস্ট নেই।
পুলিশের ভেতরে এখন অবস্থা কেমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, একটা দুইটা ঘটনা ছাড়া আপনারা বলতে পারবেন না। ল ইন অর্ডার খুব ভালো। আমরা সকলে চমৎকারভাবে কাজ করছি।