নির্বাচনে প্রতি কেন্দ্রে থাকবে ১৩ জন আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

আসন্ন নির্বাচনে সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য থাকবেন।

সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে নতুন নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদের মৌলিক প্রশিক্ষণ এবং ২৬ ও ২৭তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সারা দেশে এক হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্বে থাকবেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিত প্রস্তুতি নিচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, নতুন প্রশিক্ষণ নীতিমালার আলোকে ইতিমধ্যে ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য ও সদস্যা এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় কিংবা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষকও নয়। এটি রাষ্ট্রের নিরীহ জনগণের করের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারীদের একটি বাহিনী। কোনো স্বার্থান্বেষী এজেন্ডা বা পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অংশ না হওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়; সাহস মানে অন্যায় আদেশকে না বলা এবং অন্যায়কে প্রশ্রয় না দেওয়া।

অনুষ্ঠানে কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন চৌকস প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শেষে আনসার সদস্যদের কয়েকটি দল শারীরিক সক্ষমতার কসরত ও আপৎকালীন সময়ে উদ্ধার তৎপরতার মহড়া প্রদর্শন করে।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বাগত জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় সফিপুর আনসার ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট নুরুল আফছার, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক: দুর্নীতির অভিযোগে চলছে ‘লোক দেখানো তদন্ত’

ভারতে বাংলাদেশের খেলার পরিবেশ নেই : আসিফ নজরুল

সংসদ নির্বাচনে ব্যবসায়ীদের ভিড়, অনেক দলে নেই পেশাগত রাজনীতিবিদ

মাস্টার দা সূর্যসেন: ফাঁ/সির মঞ্চেও অপরাজিত বিপ্লবী

মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়: আলী রীয়াজ

নির্বাচনে প্রতি কেন্দ্রে থাকবে ১৩ জন আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা

টানা চারদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

১০

ঢাকায় যেমন থাকবে তাপমাত্রা

১১

ইরানে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

১২