এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ইসলামের কোন বিকল্প নেই, বাংলাদেশের জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় এক আলোচনা সভায় একথা বলেছেন।
তিনি বলেন, ৫৪ বছর ধরে যারা দেশ পরিচালনা করেছেন তারা দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন করে নাই, তারা নিজেরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। দেশের টাকা পাঁচার করে বিদেশে বাড়ী-গাড়ী ব্যাংক ব্যালেন্স করেছে,দেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের কোন চেষ্টাই করেন নাই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে ইসলাম।
বৃহস্পতিবার (২০ মার্চ ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চক্রোশী ইউনিয়ন শাখার উদ্যোগে সলপ স্টেশন মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শামীম রেজার সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আর বলেন, যারা তাকওয়া অর্জন করবেন আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করবেন। কোরআন নাযিলের কারণেই রমজান মাসের অনেক মর্যাদা। সারা দুনিয়ায় মানুষের জন্য এই কোরআন হল পথ প্রদর্শক। সমাজ, রাস্ট্র, রাজনীতি, অর্থনীতি, পররাস্ট্রনীতি কিভাবে চলবে তার দিকনির্দেশনা পবিত্র আল- কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত মানব জাতির হেদায়েতের পথ হলো আল কোরআন।
রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রধান, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি - অধ্যাপক ইকবাল হাসান, লুৎফর রহমান।