সরকার আমাদের প্রতিবাদে কর্ণপাত করছে না : ফরহাদ মজহার

ছবি : সংগৃহীত।

দীর্ঘকাল ধরে মাজার ভাঙার বিরুদ্ধে সংগ্রাম করছেন উল্লেখ করে বিশিষ্ট লেখক, কবি, দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, দুঃখজনক যে সরকার আমাদের প্রতিবাদে কর্ণপাত করছে না। এভাবে চলতে পারে না। 

সোমবার (২৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন।

ফরহাদ মজহার বলেন, বিখ্যাত পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে ভক্তদের উপর জঘন্য হামলার প্রতিবাদে আজ সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে 'সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ' প্রতিবাদ সমাবেশের আহ্বান জানিয়েছে। আসুন। প্রতিবাদ করুন।

তিনি বলেন, যারা মহান আল্লাহতা’লা অর্থাৎ কোরানুল করিমের নির্দেশ অনুযায়ী গায়েবে ঈমান এনেছেন, যারা নিঃশর্তে নিজের নফস বা ইহলৌকিক লোভ, লালসা, হিংসাদ্বেষ, বা অপরের ক্ষতি বা অপরকে নিশ্চিহ্ন করার বাসনা থেকে মুক্ত, যারা বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা ও আল্লার রসুলের মারফত নাজিল হওয়া ওহিকে নশ্বর জীবনের একমাত্র সম্বল জ্ঞান করে সদাসর্বদা সেই ওহির কাছেই হেদায়েতের জন্য আল্লার দাস হিসাবে নিঃশর্তে নতজানু ও গোলাম থাকেন— এই প্রতিবাদ ও সমাবেশ তাদের সকলের জন্য। 

সবাই এই প্রতিবাদ সভা ও সরকারকে স্মারকলিপি প্রধান সমাবেশে হাজির থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে ফরহাদ মজহার বলেন, যারা নিজের বুদ্ধি, বিবেক ও সামাজিকতার গুণে সমাজকে অগ্রসর করে এগিয়ে নিয়ে যান— ধর্ম, বিশ্বাস ও আস্তিক-নাস্তিক নির্বিশেষে এই সমাবেশও তাদের জন্য।

তিনি বলেন, এই সভা থেকে আমরা আগামি দিনে আমাদের কর্তব্য ও কর্মসূচির সিদ্ধান্ত নেব। আমরা দীর্ঘকাল ধরে মাজার ভাঙার বিরুদ্ধে সংগ্রাম করছি, বাংলাদেশে ভক্তি, আশেকানি এবং অপরের প্রতি সহৃদয়তার  মধ্য দিয়ে তর্কবিতর্ক মীমাংসার ওপর জোর দিয়ে সমাজে শৃঙ্খলা নিশ্চিত করতে লড়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনক যে, সরকার আমাদের প্রতিবাদে কর্ণপাত করছে না। এভাবে চলতে পারে না।

তিনি লিখেছেন, মহারাজ আবুল সরকার জুলাই গণ-অভ্যুত্থানের পর মাজারকে গণপরিসর হিশাবে গড়ে তোলার একজন অগ্রণী সাধক। তিনি প্রতিটি সমাবেশে সব সময় আমাদের পাশে  ছিলেন। তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে মামলা না দেওয়ার অনুরোধ করেছি। তার কোন শব্দ ব্যবহার কিম্বা কোন কথায় কেউ মনে কষ্ট পেলে তার হয়ে আমরা সকলের কাছেই ক্ষমা চেয়েছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে মামলা দিয়ে ঠিক করেনি।

তিনি আরো লিখেছেন, মানিকগঞ্জে বাউলদের যেভাবে পেটানো হল এবং প্রাণের ভয়ে যাদেরকে পুকুরে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করা হল, তার কারণে আন্তর্জাতিকভাবে উপদেষ্টা সরকারের ভাবমূর্তির চরম ক্ষতি হল। এর জন্য সামাজিক বিরোধ ও সংঘাত আলাপ-আলোচনার পরিবর্তে আইন ও দমন পীড়নের পথ ব্যবহারই দায়ী। সংঘাত কিংবা আইন— সামাজিক বিরোধ মীমাংসার একমাত্র পথ হতে পারে না। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল

কুয়েত প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত

অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে বড় বাধা ভারত

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে : অর্থ উপদেষ্টা

পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে হামলা

সরকার আমাদের প্রতিবাদে কর্ণপাত করছে না : ফরহাদ মজহার

রামপুরায় ২৮ জনকে হত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ২ সেনা সদস্যকে

হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

১০

ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির: তারেক রহমান

১১

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ৭৭৮ জন

১২