নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সোমবার (২২ ডিসেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান. দলের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আগ্রহী মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা। উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। আওয়ামী ফ্যাসিবাদের সাথেও গণঅধিকার কোন আপোষ করে নাই। অন্য কোনো দলের সঙ্গে আপস বা সমঝোতায় যেতে তারা রাজি নয়।
গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র বিতরণ ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবে।