রাষ্ট্রচিন্তক ও গবেষক ইমরান মাহফুজের জন্মদিনে কবি ফয়সাল আহমেদের শুভেচ্ছা

ছবি: রাষ্ট্রচিন্তক ও গবেষক ইমরান মাহফুজ

সৃজনশীলতার বাতিঘর, প্রতিভাবান কবি ও গবেষক ইমরান মাহফুজের আজ ৩৩তম জন্মদিন। ১৯৯০ সালের এই দিনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করা এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটিকে দেশবরেণ্য সাহিত্যিক, গুণীজন এবং শুভাকাঙ্ক্ষীরা জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কবি ফয়সাল আহমেদ তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে একটি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

কবি ফয়সাল আহমেদ ইমরান মাহফুজের কর্মনিষ্ঠা ও সাহিত্য সাধনার ভূয়সী প্রশংসা করে বলেন, "ইমরান মাহফুজ এই প্রজন্মের একজন নিবেদিতপ্রাণ কবি ও গবেষক। তার কাজ ইতিমধ্যেই সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে এবং দেশের তরুণদের জন্য তিনি এক অনুপ্রেরণার উৎস। তার গবেষণার গভীরতা, কবিতার শৈল্পিকতা এবং সামাজিক দায়বদ্ধতা সত্যিই প্রশংসার যোগ্য।"

তিনি আরও বলেন, "তার সম্পাদিত 'কালের ধ্বনি' পত্রিকাটি মননশীলতার পরিচায়ক এবং বিলকিছ আলম পাঠাগার প্রতিষ্ঠা করে তিনি যে সামাজিক উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। আজকের এই শুভ জন্মদিনে আমি তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং আগামী দিনের পথচলায় আরও সফলতা কামনা করি। তার হাত ধরে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা রইল।"

ইমরান মাহফুজ উদ্ভিদবিদ্যায় একাডেমিক পড়াশোনা করলেও, তার কর্মজীবন ও সৃজনশীলতা বাংলা সাহিত্য ও গবেষণায় বিস্তৃত। বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম এবং মা বিলকিছ বেগমের সন্তান ইমরান মাহফুজ বর্তমানে ইংরেজী দৈনিকে কাজ করেন এবং ক্লাসিক সাহিত্যে তার গভীর গবেষণা রয়েছে। তিনি 'কালের ধ্বনি'র মতো একটি গুরুত্বপূর্ণ পত্রিকা সম্পাদনা করেন।

দেশের সর্বকনিষ্ঠ গবেষক হিসেবে তার গবেষণা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স ও এমফিল কোর্সে গত তিন বছর ধরে পাঠ্য সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০৫ সাল থেকে তার লেখালেখি শুরু হয়। মা, মাটি ও মানুষকে জানতে বাংলাদেশের ৫২টি জেলা ভ্রমণসহ ভারত, নেপাল ও ভুটানেও তার চমৎকার পদচারণা রয়েছে, যা তার ব্যাপক জ্ঞান ও অভিজ্ঞতার পরিচায়ক। অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন তার অসামান্য অবদানেরই স্বীকৃতি।

কবি ফয়সাল আহমেদসহ অসংখ্য গুণীজনের শুভেচ্ছা বার্তা ইমরান মাহফুজের জন্মদিনে নতুন মাত্রা যোগ করেছে। তার ভক্ত ও পাঠকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। রাষ্ট্রচিন্তক, কবি ও গবেষক ইমরান মাহফুজের প্রতি রইলো জন্মদিনের উষ্ণ অভিনন্দন এবং তার সুস্থ, সফল ও সৃজনশীল জীবন কামনার শুভাশীষ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি

নাইজেরিয়ায় গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০

ভালো পরিবেশ আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো: সিইসি

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

বাছাইয়ে মনোনয়ন বাতিল ৭২৩, বৈধ ১৮৪২

শীতার্তদের পাশে দাঁড়াল ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ

মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল

১০

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

১১

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

১২