ঈদ যাত্রায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সুফল পাবে উত্তরের যাত্রীরা

হাটিকুমরুল গোলচত্তরে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ।

এবারের ঈদুল ফিতরে উত্তরের মহাসড়কে ভোগান্তির আশঙ্কা নেই। ঈদ যাত্রায় উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্তরে নির্মিত আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জের সুফল পাবে উত্তরের যাত্রীরা। ঈদের ১০দিন আগে মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেয়া হবে। এছাড়া ঈদে যানজটের হটস্পট খ্যাত উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্তরের ঢাকা-রংপুর মহাসড়কের সার্ভিস সড়কটিও খুলে দেয়া হবে। এতে ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

-206

স্বাভাবিক সময়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্তর হয়ে প্রতিদিন উত্তরের ১৬ ও দক্ষিণের ৫টি জেলার প্রায় ১৫ থেকে ১৬ হাজার যানবাহন চলাচল করে। ঈদ বা যেকোন উৎসরের আগে একই পথে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুন। ফলে মহাসড়কে যানজটে ভোগান্তির শিকার হয় ঘরমুখো মানুষ। সাধারন মানুষের এ সমস্যা সমাধানের জন্য নানাবিধ উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। এগুলো হচ্ছে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের তৎপরতা, যানজট নজরদারিতে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার, ফিটনেসবিহীন লক্কর-ঝক্কও গাড়ি মহাসড়কে চলতে না দেয়া, গুরুত্বপুর্ণ স্থানগুলোতে হাইওয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগনের সমন্বয়ে গঠিত কমিউনিটি পুলিশ মোতায়েনসহ দুর্ঘটনা কবলিত গাড়ি দ্রæত সরিয়ে নেয়ার ব্যবস্থা। এছাড়া উড়াল সেতু ও ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক চালু করা হচ্ছে। 

সরেজমিনে উপজেলার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় গিয়ে দেখা গেছে, হাটিকুমরুল গোলচত্তরে নির্মাণাধীন ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ দ্রæত গতিতে চলছে। ঈদের আগে ঢাকা-রংপুর মহাসড়কের সার্ভিস সড়ক খুলে দেয়ার জন্য দিনরাত কাজ করছেন শ্রমিকরা। ঈদের আগে এই সড়ক চালু হলে ঈদযাত্রা স্বস্তি ও আরামদায়ক হবে বলে জানিয়েছেন যাত্রী ও চালকরা। 

এ মহাসড়কে কয়েকজন নিয়মিত বাস চালকের সাথে কথা বললে তারা জানান, প্রতিবছর ঈদে হাটিকুমরুল গোলচত্তরের ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ির অধিক চাপ থাকে যার ফলে এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইন্টারচেঞ্জের ঢাকা - রংপুর সার্ভিস সড়ক চালু হলে ঈদ যাত্রায় যানজটের সৃষ্টি হবে না। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ঈদ যাত্রা খুবই স্বস্তিদায়ক হবে। মানুষ যানজটের ভোগান্তি ছাড়াই নির্বিঘেœ বাড়ি যেতে পারবে। 

হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ খুব দ্রæত গতিতে চলছে। ঈদে যানজট নিরসন ও যাত্রীদের ভোগান্তি দুর করতে আমরা ঈদের আগেই সার্ভিস সড়ক খুলে দেয়ার চেষ্টা করছি। বিশেষ করে ঈদে হাটিকুমরুল গোলচত্তরের ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রী ও যানবাহনের অধিক চাপ থাকে। তাই এই সার্ভিস সড়ক ঈদের আগে খুলে দিলে মহাসড়কে একেবারেই  যানজটের সৃষ্টি হবে না। এবারের ঈদ যাত্রায় ইন্টারচেঞ্জের সুবিধা ভোগ করবে মানুষ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২