নতুন দলের আত্মপ্রকাশ : মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

ছবি সংগৃহিত।

বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজনীতির ময়দানে আসছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। এরই মধ্যে নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ।

শুক্রবার দুপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউর সমাবেশস্থলে জড়ো হচ্ছে ছাত্র-জনতা। দুপুরে সাড়ে ১২টায় সেখানে দেখা যায়, দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আছে ভিআইপিদের জন্য আসনের ব্যবস্থা।

নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এসময় তাদেরকে আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা-জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আসা লোকজনের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এলাকাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

প্রস্তুতির বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সারাদেশ থেকে ছাত্র-জনতা আসতে শুরু করেছেন। আমরা আশা করছি সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পারবো।

জাতীয় নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন এই রাজনৈতিক দলে সব মিলিয়ে প্রথমে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হবে। পরে পর্যায়ক্রমে কমিটির আকার বাড়ানো হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা

ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: উপদেষ্টা ড. খলিলুর

পুলিশের ওপর হামলা বাড়লে ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে: ডিএমপি কমিশনার

তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার

১০

ঢাকায় আসা নিয়ে যা বললেন আতিফ আসলাম

১১

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

১২